সহজ প্রশ্ন কুদরত রাহমান জানতে চাও কেমন আছে সেইসব মানুষগুলো? যাদের শরীর দিয়ে ঘাম ঝরে অক্লান্ত পরিশ্রম ছুটছে রোবটের মতো স্বস্তি কাকে বলে জানেনা যাদের পরণে শতাব্দীর ছেঁড়া নোংড়া পোষাক, জানতে চাও ওদের কথা যাদের চর্ম তামাটে নখগুলো কাটার সময় নেই তাই বুনো বুনো চাড়া ওদের দেখে এখনও অনেকেই নাক চেপে ধরে চুলগুলো এলোমেলো চোখদুটো অক্ষিকোটরে, জানতে চাও যাদের নামের…