বিষাক্ত ধোঁয়া কুদরত রাহমান চোখ জ্বলে ধোঁয়ায় যেদিকে ফিরাই আঁখি শুধু ধোঁয়া আর ধোঁয়া ধোঁয়ায় আকাশ ঢাকি। বর্ষনেও ধোঁয়া দেখি চোখেরে কোথায় রাখি? ধোঁয়া ছাড়তে ছাড়তে ধোঁয়ার গাড়িতে ধাক্কা, ঝরে যায় জীবন তরী চালক দেখে সব ফাক্কা। বন্দুকের ছিদ্রিত পথ শব্দ আর ধোঁয়ার গন্ধ, ওখানে ওই প্রান্তে লাশ নাসিকা প্রশ্বাস হয় বন্ধ, সিগারেটের ছাইভষ্ম বিষাক্ত ট্যাবলেটে ধোঁয়া সর্পেরা বিষ বয়ে…