ভালো থাকা কুদরত রাহমান চন্দনা প্রায়ই জানতে চায় আপনি ভালো আছেন? উত্তরে বলেছিলেন ভালো আছি ভালো থাকবো সংকল্প আঁকছি, ভালো শব্দটা যতটা সরল ভালো থাকাটা ততটা বিরল, সবাই ভালো থাকতে চায় কেউ পারে কেউ বা নয়, সেই কৈশোর থেকে অদ্যাবধি চেষ্টার ছিলোনা একটু ত্রুটি, জীবন বীণার তার বারবার ছিঁড়েছে কেউ করেছে ছারখার, তন্নতন্ন করে খুঁজেছি যারে কাছে থেকেও ছিলো বহুদূরে,…