কষ্টের ছাপ কুদরত রাহমান কষ্ট গুলোন এহুন নষ্ট সময়ের উপহারশহর মিয়ের স্বপ্ন ছিলো, পুলাডারে শিক্ষিৎ করবেসহাল দুপুর রাত নাই, গাধার খাঁটুনি খাইটাযোগান দেয়, পোলার প্রাইভেটের বেতন, বইখাতা কলম পরীক্ষার ফিস, একটু ভালো পোষাক,পোলাই তার শিক্ষিৎ হইছে, অফিসার হইছেশহর আলির কষ্ট আরও বাড়ছে, এহুন বুইড়ারপদে পদে ভুল, মা’য়ের পুরোনা রান্নার সাদ নাইঅফিসারের বউরা , ব্যাকডেট রাঁধনির রান্নাপচ্ছন্দ করবেই বা ক্যান, গুয়াল…