সাম্যের আহবান কুদরত রাহমান আমি জানতামএকদিন এই শহর ছেড়ে, চলে যেতে হবে, দূরে বহুদূরেতবুও ভালোবাসতামতোমার হাতের ছোঁয়ায় আমার বীণা বেজেছে সুরেসুরে,আমি দেখতামকিছু স্বপ্ন পাখির ডানায় ভর করে আসতো ঘুরেফিরেআমি শুনতামকারা যেনো গাইছে সাম্যের গান শক্ত মাটির বুক চিরে,আমি ভাবতামআমাদের মুক্তি হবে এ দাসত্ব থেকে একদিন চিরতরেআমি বুঝতামহিংস্র প্রাণীর রক্ত যাদের শরীরে তারা নিষ্ঠুর যুগান্তরে,আমি হাঁটতামএকটি যুদ্ধের দামামা শুনতে শুনতে লেনিনের…