মায়ের আকুতি কুদরত রাহমান এখানে থেকেও আকাশ দেখিখোলা আকাশ নির্মল আকাশএক আকাশের নিচেই আছিআমি ও আমার খোকা মনিরা,শুধু ইচ্ছে করলেই দেখিনামনের চোখ দিয়ে অস্পষ্ট দেখিমনে পড়ে কতনা সোহাগের স্মৃতিখোকা মানিক সোনা কত গল্প,সেই ছোট্ট খোকা বড় হয়েছেঅনেক বড় হয়েছে তাইতোআর কোলে বুকে নিতে পারিনাআদর করতে কাছেও পাইনা,না খেয়েতো কতদিন থেকেছিখোকা খায়নি বলে অপেক্ষায়আজ ওগুলো সয়ে গেছেখোকারা ভালো খেলেই যথেষ্ট,তবুও পোড়া…