উজাড় করে দিয়েছি কুদরত রাহমান সবইতো উজাড় করে দিয়েছি, যতটুকু ভালোবাসা ছিলো, উজাড় করে দিয়েছি , যতটুকু পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার ছিলো, করেছি, বিনিময়ে কিছুই চায়নি, যা দেবার উজাড় করে দিয়েছি। একমুঠো ভাত, একটু মাথা গোঁজার ঠাঁই খুঁজতে খুঁজতে হন্যে হয়ে, উদাসীন হয়ে, অর্ধ উম্মাদ হয়ে খুঁজেছি, পেয়েছিনু,কিন্তু কষ্টের তীব্র বেড়াজাল ডিঙ্গানো সম্ভব হয়নি। ওরা শুধু চায়, নিজেকে উজাড় করে…