কথায় আছে দাঁতের সাথে আঁতের সম্পর্ক। আপনার দাঁত আপনার সম্পদ। আমাদের পুর্বপুরুষের ইতিহাস জেনে দেখুন, ১০০ বৎসর বয়সেও তাদের দাঁত সুস্থ্য থাকতো। জানতে হবে কিভাবে তারা দাঁতের যত্ন নিতেন? বিভিন্ন ধরনের টুথপেষ্ট বাজারে আসার পূর্বে, বাংলাদেশের মানুষ, নিম গাছের চিকনা ডাল, আমের ডাল, খেজুরের ডাল আষ্টেলির ডাল, পোড়ামাটি, কয়লা ইত্যাদি দিয়ে দাঁত মাজতো, এবং মেছহাক করতো। তারপরও তাঁদের দাঁত থাকতো…