স্বপ্ন ফিরিয়ে দাও কুদরত রাহমান ……………………………………..আমারও স্বপ্ন ছিলো, সাধ ছিলোএকদিন অনেক বড় হবোলেখাপড়া শিখবো বিদ্যেন হবোদেশ ও দশের একজন হবো।ওরা আমার সব পুড়িয়ে দিয়েছেঘর বাড়ী সম্পদ ছাই করেছে,আমার বাবাকে খুঁচিয়ে মেরেছেমা’কে,! -না বলতে বুক ফেটে যাচ্ছে,বোনের লাশটা দেখার ভাগ্য হয়নিমাটির অতলে লুকিয়ে দিয়েছে,আমি এখন বড়ই একা, অসহায়অপরাধ আমার আমি রোহিঙ্গা সন্তানআমার সব গেছে, পুড়ে ছায় হয়েছেআশা, আকাঙ্খা, স্বপ্ন, সব অবসান।একটি…