পথিকের অপেক্ষায় – কুদরত রাহমান ছোটো বড় কত হাজার চরণপ্রতিনিয়ত মাড়িয়ে চলেছে আমাকেআমি নিরবে নিভৃতে বুক পেতে আছিতোমাদের পদচারনায় রীতিমত ধন্য আমিছোট্ট ছোট্ট যান দ্বিচক্র তৃচক্র গরুর গাড়ীমহিষের গাড়ি, জীব জন্তু, পাখ পাখালিসবাই যায় মাড়িয়ে আমাকে, আমি মুখআমি বধির, তবুও আমি গর্বিত, মাটির পথপ্রখর রৌদ্র ছায়ায় বৃষ্টি বাদলে আমি আছিচুষে নেই পানি, সাধ্যের বাইরে গেলেকর্দমাক্ত হয় আমার প্রশস্ত বুক, কখনওখাঁ…