আমার জানতে বড় সাধ হয় সৈয়দ শামসুল হক তুমি ভালো আছো তো এখন?বার বার এই প্রশ্ন ছুঁড়ে দিতে চাইশহরে, রাস্তায়, ঘরে, রেস্তোরায়টেলিফোনে, বাগানে, বিমানে।তুমি ভালো আছো?বার বার এই প্রশ্ন ছুঁড়ে দিতে চাইবরফে, বর্ষায়, পার্কে, পরবাসে,সিঁড়িতে, মটরকারে, দেয়ালে, পোস্টারে।তুমি আছো কোথায় কীভাবে?যেখানে আছো তুমি ভালো আছো কি না?আমার জানতে বড় ইচ্ছে করে।যখন আমার আত্মজীবনীর খাতাআত্মসাত করছে ইঁদুরযখন গায়ের জামা আগের মতন…