এসো তাদের কথা বলি কুদরত রাহমান এসো তাদের কথা বলি যাদের স্মরণ করিতে আজও ফুটে থাকে শিমুল পলাশের কলি। এসো তাদের কথা বলি যাদের রক্তস্রোতে গিয়েছিল ভেসে রাজপথ অলিগলি। এসো তাঁদের কথা বলি যাদের রক্তের ঋণ শুধিবে না কোনদিন যতই রক্ত ঢালি। এসো তাদের কথা বলি যাদের ত্যাগের দ্বারা ফিরে পেয়েছি মোরা মায়ের ভাষায় ঝুলি। এসো তাদের কথা বলি যাদের…