হতাশা থেকে সফলতার গল্প কুদরত রাহমান ছেলেটির নাম সুমন, বাংলাদেশের পাড়া গ্রামে তার বাড়ি। বাবা একজন প্রান্তিক কৃষক। চার ভাইবোনের লেখাপড়া ও সংসারের অন্যান্য খরচ যোগাতে ঋণের বোঝা বইতে হয় বাবা নঈম সেখের। সুমন মেধাবী ছাত্র। পঞ্চম ও অষ্টম শ্রেণী থেকে বৃত্তি পেয়েছে। বিজ্ঞান বিভাগে এস,এস,সি ও এইচ, এস,সি পরীক্ষায় এ প্লাস পেয়েছে। প্রাইভেট পড়িয়ে এবং বাড়ি থেকে সামান্য টাকা…