স্বাধীনতা আমার স্বাধীনতা কুদরত রাহমান আমার স্বাধীনতা আমার অধিকার আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ন্যায্য অধিকার, কিন্তু কতটুকু স্বাধীন আমি, আজ তিপ্পান্ন বছর পরে স্বাধীনতা খুঁজতে গিয়ে কেনো আমি নির্বিকার? হে আমার জন্মভূমি বাংলাদেশ, তোমার কাছে খুব বেশী কিছু আমার চাওয়া ছিলনা থাকবেনা, দুবেলা দুমুঠো পেটপুরে খেয়েদেয়ে, সুখের নিদ্রা আর আমার যোগ্যতা অনুযায়ী কর্ম কেনো পাবোনা? টাকাওয়ালা পেশীশক্তি আর জুজুবুড়ির ভয়…