সবুজের আহবান
কুদরত রাহমান
ঐ অদূরে সবুজ বৃক্ষ সারি সারি দাঁড়িয়ে
সূদুর আকাশে সাদা মেঘ ভেসে যায় সাদা ডানা মিলিয়ে।
কৃষকের ক্ষেতে নতুন রোপিত হয়েছে গমের বীজতলা
তাহা থেকে জন্ম নিয়েছে ছোট্ট ছোট্ট সবুজ চারাগুলা।
চারিদিকে সবুজের সমাহার বিকেলের সোনা রোদ ছুঁয়েছে
চিকচিক করছে হেথা অপরূপ দৃশ্যে নবরূপে সেজেছে।
বুক ভরা নিঃশ্বাসে নির্মল বায়ুতে মন মোর ঘরেতে রহেনা
গাঁয়ের ছায়ায় লতায় পাতায় এ যেনো এক স্বর্গীয় মহিমা।
তুমি যদি আসো, সবুজ ভালোবাসো, একসাথে ঘুরবো
সবুজের মাঝে, সবুজ কচি ঘাসে, মাঠে প্রান্তরে হারাবো।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / যদি কবিতা পড়ো
See more and please read
ভালো লাগলো লেখাটি