আকাঙ্খা
কুদরত রাহমান
বুকের মাঝে কিছু আকাঙ্খা জেগে ওঠে, সাবলীল ভাষায় সে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বুকটা ছটফট করে,
কে বা কাহারা যেনো, সেই আকাঙ্খা বন্দী করে রেখেছে, যাহাতে প্রকাশ না পায়, এটা একরকম নীরব যন্ত্রণা,
বিশাল নিল আকাশের সবটুকু নীল আর উদারতা দেখেছো তোমরা, কিন্তু উদার হতে পারেনি ওরা,
আকাশ বাতাস নদী সাগর পাহাড় পাখি বৃক্ষ তরুলতা নিবেদিত মানুষের কল্যাণে আর মানুষকে বাঁচতে শেখায়, অথচ
মানুষ কতটা হিংস্র দেখো, ওরা মানুষ হয়ে মানুষকে হত্যা করতে মত্ত, ওরা জালিমের মতো আচরণ করে চলেছে,
কোথায় শিখলো ওরা এই কুশিক্ষা, যে শিক্ষা মানুষের আর্তনাদ বয়ে আনে, অভিশাপ বয়ে আনে জন্ম জন্মান্তর,
ধিক তোমাদের ঘৃণার তীর তোমাদের বিবেককে ভেদ করুক, মৃত্যু তোমার জন্যে অপেক্ষমাণ, তাহলে
কেনো এতো জুলুম নির্যাতন মানবহত্যায় মত্ত উম্মাদ তুমি, কি লাভ তোমার, অঢেল সম্পদের এতো লোভ কেনো,
সকল মানুষ মিলে সুখের সাম্রাজ্য গড়তে কেনো শিখতে চাওনা, মানুষ সৃষ্টির সেরা জীব, চিন্তাধারা পশুর মতো কেনো,
হে ক্ষমতাশালী অহংকারীর দল, সময় এসেছে ফিরে এসো আসল ধারায়, পরিত্যাগ করো হিংস্রতার ছোবল,
মানবহিতৈষী হয়ে যাও, ধ্বংস যজ্ঞ পরিহার করে, সবার উপরে মানুষ সত্য সেই ব্রত করো ধারণ,
সম্মানিত হবে পৃথিবীটাকে গড়ে তোলো হিংসা বিদ্বেষ মুক্ত একটি নতুন পৃথিবী রূপে নতুন আকাঙ্খা নিয়ে,
মানবসভ্যতার নতুন দৃষ্ঠান্ত হোক, কুসংস্কার, ধর্মীয় উসকানি পিছনে ফেলে সভ্য পৃথিবীর রূপকার হয়ে যাও,
যুদ্ধ নয় বিগ্রহ নয়, প্রতিযোগিতা হোক মানবের কল্যাণে নিত্যকার গবেষণা ও আবিষ্কার,
মানবজাতি হোক মানুষ মানুষের জন্যে, চিরকাল নিবেদিত, সুখী সমৃদ্ধি একটি নতুন পৃথিবী দেখা আমারও আকাঙ্খা।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা /কাউকে ঠকাতে নেই
See more and read
No Comments