যদি কবিতা পড়ো
কুদরত রাহমান
জীবন চলার বাঁকে, কাজের ফাঁকে, অবসর পেলে
যদি তুমি কবিতা পড়ো, তাহলে তুমি খুব ভালো ছিলে,
কথার ছলে, খোলামেলা আকাশ তলে একাকী ক্ষণে
যদি তুমি কবিতা পড়ো, তাহলে পবিত্রতা ছুঁয়ে যায় মনে,
প্রিয়ার কথা ভেবে, ভালো স্মৃতি পাবে, কবিতার ছন্দে
বলবো তোমায়, সুন্দর সন্ধ্যায় তুমি থাকনি একটু দ্বন্দে,
জ্যোৎস্নায় রাতে, চাঁদের আলোতে ভিজে চেয়ো দেখো
কবিতার নেশা, জাগাবে ভালোবাসা, যত্নে বেঁধে রেখো,
তুমি যদি কবিতা পড়ো, আলতো হাতে সূর্যকে ধরো
আলোকিত মানুষ ছিলে, কবির মতো মহৎ আর বড়ো,
কবিতা যাহার হৃদয় ছুঁয়ে যায়, সেইতো মানবিক হয়
বিশ্ব সংসারে যার সততার জুড়ি আর কভু নাহি হয়,
কি এমন বোপন থাকে কবিতায়, খুঁজে দেখো তাই
দেখবে প্রশান্তি আর সুন্দর পৃথিবীটা ধরা দিতে চাই,
তুমি যদি কবিতা পড়ো, জ্ঞানের ভান্ডারে জড়ো হবে
সুবিশাল চেতনার আকাশ যেথায় স্বস্তি খুঁজে পাবে,
কবিতা সেইতো পড়ে, যে যেতে চায় বহুদূরের পথে
কল্পনার সাগরে ভেসে, মহাশুন্যে চলে সে বায়ু রথে,
যদি কবিতা পড়ো, তোমার কাছে কবির সব বার্তা
অনায়াসে পৌঁছে যাবে, তোমার জন্যই সৃষ্টি কবিতা।
বিশ্ব মানবতার তুমিই দিশারি, কবি যাহারে খুঁজে
এই বিশ্বের সকল সৃজন শোভা পায় তোমার মাঝে।
হে জ্ঞানী, গুনে ও মানে তোমার তুলনা শুধুই তুমি
কবিতার আকণ্ঠ রস, অন্তরে চুমি তুমিই শ্রেষ্ঠ গুণী।।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / কালি কলম
See more and read more
খুব সুন্দর প্রকাশ