কষ্টের ছাপ
কুদরত রাহমান
কষ্ট গুলোন এহুন নষ্ট সময়ের উপহার
শহর মিয়ের স্বপ্ন ছিলো, পুলাডারে শিক্ষিৎ করবে
সহাল দুপুর রাত নাই, গাধার খাঁটুনি খাইটা
যোগান দেয়, পোলার প্রাইভেটের বেতন, বই
খাতা কলম পরীক্ষার ফিস, একটু ভালো পোষাক,
পোলাই তার শিক্ষিৎ হইছে, অফিসার হইছে
শহর আলির কষ্ট আরও বাড়ছে, এহুন বুইড়ার
পদে পদে ভুল, মা’য়ের পুরোনা রান্নার সাদ নাই
অফিসারের বউরা , ব্যাকডেট রাঁধনির রান্না
পচ্ছন্দ করবেই বা ক্যান, গুয়াল ঘরের নাহাল
রান্নাঘর, গ্যাসের চুলো নাই, লাড়কি দিয়ে
চুলোর মুখ ভরায়, কপাল ঘামে, বিশ্রী দেহায়
এইডারে শ্বাশুড়ি পরিচয় দিতে, বিবেক বাধে
ছোটো মাইয়াডারে লেহাপড়া শিখাইতে গিয়া
বুইড়া বুড়ি এহন আরও ক্লান্ত, বিয়া দিবের ভাবনা
হাইপার টেনশনে ভুগে, বাড়তি খরচ ঔষধ ক্রয়
ওপাড়ার বহাটেরা মাইডারে শিষ মারে, শুইনা
বউমায় টিটকারি মারে, কয়
আমরা স্কুল কলেজ যাইনি, কই শিষতো খাইনি
কষ্ট বাড়ে, বাইড়েই চলে,
সেই সে কামায় রুজগার শিইখা,
সদায়ের ব্যাগ টানতে টানতে হাতে কড়া পড়িছে
ব্যাগটা হাতের থন আজও নামেনি,
আক্ষেপ করে শহর আলি অশ্রুসিক্ত লোচনে কয়
আমার মরণের সদায়, আতর গোলাপ কাফনের
কাপড়টাও বুঝি আমারেই কিনন লাগবো
সারাজীবন এত্তো সদায় করলাম, ঐ সামান্য
সদায়গুলান আর অন্যেরে দিয়ে করামু ক্যান।
জ্বরে গা পুড়িচ্ছে শহর আলির, বাড়িতে চাল নাই
বাজার যাইতেই হইবো, কাঁপছে শরীর
তবুও চলে, সদায়ের খালি ব্যাগটা আজ ভারি লাগে
কষ্টে, অনেক কষ্টে সদায় নিয়ে বাড়ি ফিরছে
কাফনের কাপড় কিনছে, নিজের জন্যে
পোলার মায়ের একটা রঙিন শাড়ি, চাল ডাল
নুন তেল কাঁচামরিচ, তরিতরকারি সবই আনছে
মাথাডায় চক্কর দিতে, পইড়া যায় ব্যাগ বুগচা লইয়া
আহারে বেচারা, হাতের তালু দিয়া রক্ত পড়িচ্ছে
মনটা শক্ত কইরা পোলার মারে ডাইকা কয়
দ্যাহো কি সুন্দর শাড়ী কিনছি, আর এইডা
আমার জন্যি কিনছি, কহন চইলা যাই
ঠিক নাই, কাফনের কাপড় দেইখা,বিবি তার
চিৎকার দেয়, ক্যান কিনচাও, এইডা ক্যান কিনচাও
হাউমাউ কইরা কান্দে, কান্দন দেইহা শহর আলির
দুচোখ গড়িয়ে পাহাড়ি ঝর্ণার নোনাপানি ঝরে
কাফনের কাপড়ে মুইছা, ফ্যালায়
ইসরে হাতের রক্তের খানিকটা ছাপ লাইগা গেছে
ওভাবেই যত্নে রাহে, ছুটকেচে উঠাইয়া।
শহর আলির বিদায় যাত্রায়, সেদিন বেবাক মানষে
কাঁদছিল, আর কাফনের কাপড়ে লাগা কষ্টের ছাপ
দেখছিলো, অফিসার পোলা, ছুটি পাইচে, বাড়ি
আইচে, গাড়ি লইয়া বাড়ি আইচে, লিপিস্টিক বউমার
আজ আরও দামী শাড়ী, মেকি তার কান্নার ভান
মাংস চাল ডালের তালিকা চলতে আছে,
হাজার লোকের আয়োজন হইবো,শ্বশুর কুলের আত্মীয়রা যেনো কেউ বাদ না পড়ে, ফর্দ লেহা হয়
শহর আলির সুখ আর কষ্টের তালিকা
কোনোদিন কেউ করেনি, আজও হিসেব হলোনা
কাফনের কাপড়ে রয়ে গেলো তার কষ্টের ছাপ।
কুদরত রাহমান এর কবিতা / ভুল পথে চলিনা
See more and read more
No Comments