কুদরত রাহমান এর কবিতা / সহজ প্রশ্ন

কবিতা ( Poetry) By Nov 27, 2023 2 Comments

প্রশ্ন

কুদরত রাহমান

জানতে চাও কেমন আছে সেইসব মানুষগুলো?

যাদের শরীর দিয়ে ঘাম ঝরে অক্লান্ত পরিশ্রম

ছুটছে রোবটের মতো স্বস্তি কাকে বলে জানেনা

যাদের পরণে শতাব্দীর ছেঁড়া নোংড়া পোষাক,

জানতে চাও ওদের কথা যাদের চর্ম তামাটে

নখগুলো কাটার সময় নেই তাই বুনো বুনো চাড়া

ওদের দেখে এখনও অনেকেই নাক চেপে ধরে

চুলগুলো এলোমেলো চোখদুটো অক্ষিকোটরে,

জানতে চাও যাদের নামের কোনো বিশেষণ নেই

পরিচয় বলতে, শ্রমিক লেবার কামলা চাষা মুটে

কুলি মজুর ডোম মেথর ঋষি চামার জেলে তাঁতি

যাদের অবদানে ধোপদুরস্ত কোট টাই এসিরুম,

জানতে চাও ঐসব মানুষের কথা যারা বেঁচে আছে

অজস্র মানুষের খাদ্য পোষাক গৃহ নির্মাণ করে দিতে

কিন্তু ওরা কি খায় কোথায় থাকে কিভাবে বেঁচে থাকে

তাকি জানতে চাও, ওদের জীবন ব্যবস্থা কতটা কষ্টের,

কবির খাতায় সাহিত্যের পাতায় ওরা কবিতা নয়তো গল্প

রাজনীতির বক্তৃতায় ওরা স্বপ্ন দেখে মাত্র শুধু স্বপ্ন দেখে

ক্ষীণ দেহ অসুস্থ শরীরে ওরা যখন বিছানায় শায়িত হয়

অনুদান দয়া অনুকম্পা ছাড়া ওরা কিছুই পায়না,

আধুনিক বিশ্বের সবচেয়ে দামী হাসপাতালের বেড

যারা গড়েছিলেন তারা কি শেষ চিকিৎসা নিতে পারে

ঐসব মর্ডান হাসপাতালে জেনে দেখেছো একটিবার

জানতে চাও জানো বিশ্বটা আসলে টাকার চাকায় চলে,

এখানে ধনীরা আরও ধনী হতে ব্যস্ত আর দরিদ্র যারা

তারা লাথি ঝ্যাঁটা চড় আর অবহেলা নিয়েই চলছে

জানলেতো, এবার বলো কে আছে সেই মহান যোদ্ধা

যে ভাঙতে পারে পাহাড়ের চেয়ে শক্ত এ-ই বৈষম্য?

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / বাঁচতে ও বাঁচাতে

See More and read more

qudratwork.com

2 Comments

  1. Jannatul Ferdaous says:

    সুন্দর এবং অনবদ্য প্রকাশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *