কুদরত রাহমান এর কবিতা / বাঁচতে ও বাঁচাতে

কবিতা ( Poems) By Nov 21, 2023 5 Comments

বাঁচতে ও বাঁচাতে

কুদরত রাহমান

আমি বহুদূর পথ হাঁটতে চাই
ক্ষতবিক্ষত করতে, পুঁতে রাখা
কাঁটা মাড়িয়ে, সরিয়ে
চলতে চাই
গন্তব্যে পৌঁছুতে যতটা কষ্ট, ধৈর্য্য
সহ্য আর অপেক্ষায়।
বাঁচতে চাই
বিলাসী অনুভবকে বিসর্জন, পরিশ্রম
মানুষের কল্যাণে সকল উপাদানে।
অনুসরণ করি
অরুণিমা, স্টাফিন হকিং জীবনী
অবিরাম হাঁটতে চাই
কাজ করে বাঁচতে চাই
ঋণী করে রেখে যাবই
রক্তচোষা ভূত পেত্নীদের
স্বার্থপর আর পদতলে রেখে
মানুষকে নজরবন্দি করে
যারা খাই খাই ধনীর আসনে
তাদের চোখের শূল হয়ে
নির্যাতিতের অশ্রুপাতে ভেসে
হাসতে হাসতেই বিপ্লবী আমি
বহুদূর পথ হাঁটতে চাই।

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / পাল্টে যাবার জট

See more

qudratwork.com

5 Comments

  1. Jannatul Ferdaous says:

    দারুণ হয়েছে। খুব ভালো লাগলো।

  2. I love your blog.. very nice colors & theme. Did you make this website yourself or
    did you hire someone to do it for you? Plz answer back as I’m looking to create my
    own blog and would like to find out where u
    got this from. thanks

  3. Very energetic blog, I loved that bit. Will there be a part 2?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *