কুদরত রাহমান এর কবিতা / পাল্টে যাবার জট

কবিতা ( Poetry) By Nov 21, 2023 4 Comments

পাল্টে যাবার জট

কুদরত রাহমান

পাল্টে গেছে কাঁচা মাটির কাদার পথ
পিচঢালা কংক্রিটের রাস্তা হইছে কতো
পাল্টে গেছে শাপলা দীঘির জল
সেথায় এহনে ঘোলা পানির ঢল
হাঁস মুরগির বিষ্ঠা ছেটানো গন্ধ
মর্জিনার মা দুঃখ স্বরে কইছিলো
মাছে- ভাতে আগের নাহাল স্বাদ নাই,
ডিম খাই, না ভীমড়ি খাই টের পাইনা।
মাটির কলসি কাঁকে কইরা নদীর ঘাটে
বড় বাড়ির মাইয়াগো কি সুন্দর মানাতো
মাথায় গামছা বাইন্দা আড়বাঁশি হাতে
বাবলা বনে মধুর সুরতোলা রাখাল যদুরে
কতো খুজি, আর চোখে দেখিনা, কানে বাজে
ঢিপিস ঢিপিস ধাপ্পুর ধুপ্পুর ঢিং ঢং শব্দ
সুর হারায় তালের যন্ত্রণায়, পাল্টাইছে
বদলাইছে, বেবাক কিছু পাল্টে যাচ্ছে।
খালাম্মা শুনছোনি, গুড় দিয়ে চিনি হইতো
এহোনে, তাল গুড় খেজুর গুড় চিনি দিয়ে
তৈয়ার হয়, কই যামু কি খামু, আমপাকে
জামপাকে, টমেটাও নাহি কেমিক্যাল পক্ক
পিসীমা কয়, বাবার জন্মে হুনি নাই
তরমুজ, ওজনে বিক্রি হয়, আজব কীর্তি
নৌকা চলে, শ্যালো ইঞ্জিনে, নসিমন, করিমন
আলম সাধু, ঝুমুর পালার নাইকা নায়কে
ভটভটানি গাড়ি হইছে, কেনরে বাপ
পানির বাস, স্পিডবোট, ক্ষুদে স্টিমার
হেইগুলান কি খুউব বেশী দামী, আসলে
পাল্টে গেছে বেবাক কিছু, বুইড়া নৈমদ্দি
চাচা জোরেশোরে কইছে, যুগের তালে
কতকিছুই পাল্টায় গেলো, পাল্টায়নি শুধু
রুচি, বাড়েনি আমগো মগজের আকাশ।

আরও পড়ুন কুদরত রাহমান এর কবিতা / স্বপ্ন ছিলো

See more

qudratwork.com

২৭/৭/২১ ইং।

4 Comments

  1. Jannatul Ferdaous says:

    অসাধারণ প্রকাশ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *