মানুষকে ভালবাসো, তাহলে মানুষ হবে।

Story By May 04, 2025 No Comments
মানুষকে ভালবাসো তাহলে মানুষ হবে।

কুদরত রাহমান

প্রভাব প্রতিপত্তি এবং স্বার্থ নিয়ে মানুষ এখন খুবই ব্যস্ত। স্বার্থের জন্যে মানুষ মানুষের উপর নির্যাতন নিপিড়ন চালাচ্ছে।

এ-ই পৃথিবীতে মানব এসেছে ক্ষণেকের জন্যে। প্রতিটি মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে।

তাহলে কেনো নিপিড়ন নির্যাতন এবং মানুষ হয়ে মানুষকে হত্যা করে চলেছো?

অর্থের প্রতিযোগিতা ছিলো ভবিষ্যতে থাকবে কিন্তু অন্ধের মতো প্রতিযোগিতা করতে গিয়ে অমানবিক হওয়া ঠিক নয়।

পৃথিবীতে তুমি যতই শক্তিশালী হয়ে থাকো, মানুষের ভালবাসা শ্রদ্ধা এবং সম্মানিত যদি না হতে পারো, তাহলে তুমি ব্যর্থ।

ভয়ে আতঙ্কে তোমাকে কেউ স্যালুট করতে পারে, প্রশংসা করতে পারে কিন্তু ভালবাসা পাওয়া সহজ নয়।

মানুষের ভালবাসা পেতে হলে, প্রথমে তোমাকে মানুষকে ভালবাসতে হবে।

বিখ্যাত বাউল সাধক লালন ফকির বলেছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি।

তাই, আমাদের উচিত ধ্বংসাত্মক সকল কর্ম পরিহার করে, মেধাকে সঠিকভাবে ব্যবহার করা।

মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার মধ্যে দিয়ে অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতা চালিয়ে যাওয়া।

No Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *