Date

May 2025

মানুষকে ভালবাসো, তাহলে মানুষ হবে।

Story By May 04, 2025 No Comments

মানুষকে ভালবাসো তাহলে মানুষ হবে। কুদরত রাহমান প্রভাব প্রতিপত্তি এবং স্বার্থ নিয়ে মানুষ এখন খুবই ব্যস্ত। স্বার্থের জন্যে মানুষ মানুষের উপর নির্যাতন নিপিড়ন চালাচ্ছে। এ-ই পৃথিবীতে মানব এসেছে ক্ষণেকের জন্যে। প্রতিটি মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাহলে কেনো নিপিড়ন নির্যাতন এবং মানুষ হয়ে মানুষকে হত্যা করে চলেছো? অর্থের প্রতিযোগিতা ছিলো ভবিষ্যতে থাকবে কিন্তু অন্ধের মতো প্রতিযোগিতা করতে গিয়ে অমানবিক…