রাতের স্বপ্ন
কুদরত রাহমান
রাতের স্বপ্নগুলো সব রাতেই হারিয়ে যায়
কল্পনার আকাশে ফানুস উড়িয়ে বেড়ায়,
যে স্বপ্ন বাঁচতে শেখায় নতুন ঠিকানায়
তাকেই স্বপ্ন বলে যা জেগে দেখতে হয় ।
স্বপ্ন তাকে বলিনা আমি ঘুমিয়ে যা দেখায়
গভীর চিন্তনে ভাবনার মাঝে স্বপ্ন জন্মায়,
জীবনে বড় কিছু হতে চাও স্বপ্ন দেখো ভেবে
মেধা খাটাও পরিশ্রম করো সফল হবে তবে।
এ জগতে যত জ্ঞানি গুণী এসেছে যুগেযুগে
সকলই দেখেছে স্বপ্ন দিনরাত্রি জেগেজেগে।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / যদি কবিতা পড়ো
See more and read
No Comments