কুদরত রাহমান এর কবিতা / এই গ্রাম সেই গ্রাম

কবিতা ( Poetry) By Nov 28, 2024 No Comments
এই গ্রাম সেই গ্রাম

কুদরত রাহমান

এই গ্রাম এখন আর, সেই গ্রাম’টি নাই
যেদিকে তাকাই শুধু, ধোঁয়াশা আর ছাই,


পুকুর ভরা মাছ নাই, গোয়াল ভরা গরু নাই
গোলা ভরা ধান নাই, পান খাই স্বাদ নাই,


রাখাল আছে বাঁশি নাই,হালের গরু বেইচা খাই
গাঁয়ের বধুর ঘোমটা নাই,আঁচল ভরা ফুল নাই,


শাপলা ফুলে বাহার নাই, কলমিলতা কই পাই
গোলাপ গাঁদা শিউলি, জুঁই চামেলির সুবাস নাই,


কোথায় দোয়েল টুনটুনি শ্যামা কোকিল বুলবুলি
কোথায় চড়ুই মুনমুনি, টিয়া ময়না ঝুটকুলি,


কোথায় ঘুঘু ডাহুক টিয়া,কোথায় গেলো কাকাতুয়া
মাছরাঙা আর কাঠঠোকরা কই হারালো ডুব দিয়া।


ছায়া ঢাকা পাখি ডাকা, ফুলে ফুলে ভরবে শাখা
এমন মধুর গাঁয়ের শোভা,আবার হবে চেয়ে থাকা।


 আলোকদিয়া,২৮/১১/২০১৮ ইং।

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / চোখ থাকতে কানা

http://howsbd.wordpress.com

No Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *