ভুত ঢুকেছে দেশে
কুদরত রাহমান
ভুত ঢুকেছে ভুত ঢুকেছে, ভুত ঢুকেছে দেশে
শহর গ্রাম আর পাড়ায় ভুত যে নানান বেশে,
ফ্যাসিবাদের ভুত ঢুকেছে ভয়ানক তার রূপ
সব জাগাতে মাড়িয়ে চলে ভুতের ভয়ে সব চুপ।
হেতেরা মানুষ মারে রক্ত খায় পশুর মতো দাঁত
রঙ্গ করে ভন্ড বেজায়, ওরা স্বার্থপর এক জাত।
মুখে বলে মধুর কথা বুলি আওড়ায় সে ফাঁকা
নিজে খাবে নিজে পড়বে মানুষকে দেয় ধোঁকা।
ভুত ঢুকেছে গলির মাথায় চা খানায় আর মাঠে
মেধাবীরা মেঝোয় থাকে ভুত উঠেছে খাটে।
শিক্ষানীতি ধ্বংস করে ওরা শিক্ষার্থীর মাথা খাচ্ছে
ভুতের জ্বালায় কাজ খুজতে বিদেশ পাড়ি দিচ্ছে।
মেধাশুন্য করবে জাতির, ভুতেরা বাঁধছে জোট
ক্ষমতা আঁকড়ে থাকতে বেক্কলে চুরি করে ভোট।
প্রশাসনে ভুত ঢুকেছে হেরা সবকাজে খায় ঘুষ
দূর্নীতি আর চিটিংবাজী করতে ওরা হারায় হুঁশ।
কি করবো কোথায় যাবো ভুতের রাজ্য পাকা পোক্ত
ছাত্র জনতা জাগলো দেশে ভুত খেদাতে হলো শক্ত।
ভুতের ছঁড়া গুলি খেয়ে ছাত্র জনতা দিল প্রাণ
ভুতের রাজা পালায় গেলো বাঁচাতে নিজের জান।
ভুত খেদানো সহজ নয় ভাই খুবই শক্ত ওগো জান।
ভুতের আছে চেলাবেলা নিত্য নতুন ফন্দি আঁটে তারা
মগের মুল্লুক বানাবে নাকি মোগো সোনার দেশটি ওরা।
রক্ত নিছোশ প্রাণ নিছোশ আর কয়টা নিবি ঘাড়
তবুও তোগের ছাড়বেক নাহি এবার এদেশ ছাড়।
খুব করেছিস দালালী আর মাথা করেছিস বিক্রি
স্বাধীন দেশের স্বাধীনতা এবার আসবে ফিরে শীঘ্রি।
একটা মারবি দুইটা যোদ্ধা জন্ম নেবে এই দেশে
মরতে যখন শিখিয়ে দিছস এখন আবার ভয় কিসে।
বদলে গেছে যগের হাওয়া চুরি দূর্ণীতির দিন শেষ
প্রতিদিনই জাগছে মানুষ আর নাইকো ভয়ের লেশ।
ভুতের রাজা ভুতের রাণী যতই ফন্দি ফিকির আঁটো
জনতার দাবর থাপ্পড় খাবার আগে আস্তাকুঁড়ে ফোটো।
দেশটা কারও একার নয় সমগ্র বাঙ্গালীর রক্তে দান
এদেশেতে ফ্যাসিস্ট ভুতের আর হবেনা জন্মেও স্থান।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / মানবতা
No Comments