কুদরত রাহমান এর কবিতা / স্বাধীনতা আমার স্বাধীনতা

কবিতা ( Poetry) By Nov 23, 2024 1 Comment
স্বাধীনতা আমার স্বাধীনতা
কুদরত রাহমান

আমার স্বাধীনতা আমার অধিকার আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ন্যায্য অধিকার,

কিন্তু কতটুকু স্বাধীন আমি, আজ তিপ্পান্ন বছর পরে স্বাধীনতা খুঁজতে গিয়ে কেনো আমি নির্বিকার?

হে আমার জন্মভূমি বাংলাদেশ, তোমার কাছে খুব বেশী কিছু আমার চাওয়া ছিলনা থাকবেনা,

দুবেলা দুমুঠো পেটপুরে খেয়েদেয়ে, সুখের নিদ্রা আর আমার যোগ্যতা অনুযায়ী কর্ম কেনো পাবোনা?

টাকাওয়ালা পেশীশক্তি আর জুজুবুড়ির ভয় কেনো আমাকে চারিদিকে ঘিরে ধরে জিম্মি করতে মরিয়া,

কিছু মানুষের পায়ের নিচে পড়ে থাকতে হবে, যোগ্যরা অযোগ্যদের পিছনে কেনো মরছে ঘুরিয়া?

কিশোর যুবক কেনো আজ বেকার পথভ্রষ্ট হতাশায় নিমজ্জিত হয়ে নেশার জগতে হচ্ছে বিলীন,

এমন স্বাধীনতা কেউ চায়নি, কোনোদিন চাইনি, চেয়েছিলো সবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সুন্দর জীবন।

কোথায় আটকে গেছি আমরা, কোন জটিলতা আঁকড়ে ধরেছে মোদের, কেনো অনিয়ম গেড়ে বসেছে,

শিক্ষিত জ্ঞানী গুণী দার্শনিক কবি সবাই কোথায় কোন কারণে আজ ব্যর্থতার গ্লানি নিয়ে ধুঁকছে?

এতো সংগ্রাম, বিপ্লব বিদ্রোহ যুদ্ধ রক্তের বিনিময়ে কবে স্বাধীন হবো, গর্বে বলবো আমরা স্বাধীন,

মুষ্টিমেয় দূর্ণীতিবাজ ঘুষখোর লম্পট লুটেরার কাছে কেনো বারবার আমরা জিম্মি হয়ে কাটাবো,

সময় এসেছে দ্বারে, দেশপ্রেমিক সবাই জাগো, আর নয় ভয় এসো সবাই স্বাধীন বাংলা গড়বো।

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / নতুন পৃথিবী

See more and read more

http://howsbd.wordpress.com

1 Comment

  1. Farzana says:

    খুব সুন্দর লেখা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *