চোখ থাকতে কানা
কুদরত রাহমান
জগত জুড়ে এই যুগেতে দেখছি আজব কাণ্ড কারখানা
অদ্ভুত সব মানুষ এরা দেখছি ওরা চোখ থাকতেও কানা।
স্বার্থের তরে আপন যেজন দোষ নাই তার জানা
পুকুর চুরি করলেও বলে খুব ভালো তার নানা।
জ্ঞান গরিমা থাকতেও দেখি একদল পাঁজী ম্যানা
সত্যকে কয়না সত্য মিথ্যা হলেও বানায় সত্যের ব্যানা।
ওদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র চিল্লায়ে কয় জনা
ভিতরের খবর জাইনাও বলে তার কাছে সে সোনা।
অর্থ পাচার করছে তাতে কি যায় আসে হয় না তাতে ঘেন্না
মনিব বলে কথা আছে চামচার চোখে সবকিছু হয় ধইন্যা।
মরুক মানুষ কষ্টে থাকুক দেখায় দিচ্ছে উন্নয়নের বন্যা
মায়ের বাপের কান্না দেখে ওরা দেখায় মেকি কান্না।
ওরাই দেশের সব কর্তা বাঁকিরা সবাই উড়ে আসা বেন্না
যা দেখাবে যা শুনাবে দেখতে হবে এবং দিতে হবে ধর্না।
আসলে চোখ থাকতে অন্ধ ওরা মোগো ভাবে হ্যাঁদা বুনা
পীঠ ঠেকিছে দেয়ালে আজ তাইতো এবার উল্টো হানা।
জান লইয়া পালাস কেনে চোখ কি এবার খুলছে মনা
অত্যাচারের ফসল তোগো যুগে যুগে বহুত দেনা।
চাইয়া দেখ পুব আকাশে উঠছে এবার নরীন আলো
মুখ লুকিয়ে যা সরে যা অন্ধ যবে হইলি না ভালো।।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা /মেকি সভ্যতা
See more and read more
Do you like to read poetry?
Do you love to read stories?
Read poetry, stories and health awareness articles regularly.
Subscribe to our website today. Best wishes to you.
খুব সুন্দর প্রকাশ