মানবতা
কুদরত রাহমান
বিশ্ব সভ্যতা বর্তমানে কোন পথ অবলম্বন করছে
কেনো হারিয়ে যাচ্ছে মানবতা, বিলীন হচ্ছে সততা?
পেশীশক্তি আগ্রাসন অর্থের অপব্যবহার আজ তুঙ্গে
এ কোন সভ্যতা যাহা মানুষকে করে চলেছে অবিরাম হত্যা?
যে তুমি মানুষ হত্যায় উম্মাদ সে তোমার নেই মৃত্যুভয়
নিশ্চিত মরণ তোমাকেও স্পর্শ করবে কারণ মানুষ অমর নয়,
মানব হত্যাকারীকে বিশ্বের কতো কোটি মানুষ ঘৃণা করে
তার সমীক্ষা হয়তো তোমার জ্ঞান ভান্ডারে গচ্ছিত নেই।
বাহবা চাও বাহাদুরি দেখাও তাতে কোনো লাভ নেই
মানুষ তোমাকে ঘৃণা করে থুৎকার দেয় তুমি খুনি তাই।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / যদি কবিতা পড়ো
See more and read
No Comments