পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে সভ্যতার জন্যে মানুষ শিক্ষা অর্জন করতে আগ্রহী হয়ে উঠতে থাকে।
যুগে যুগে মানুষ শিক্ষা অর্জন করার জন্য একাডেমিক এবং নন একাডেমিক পদ্ধতি আবিষ্কার করতে থাকে।
মানুষ শিক্ষা অর্জন করতে গিয়ে হাজার হাজার বৎসর পার করে আধুনিক যুগে প্রবেশ করেছে।
এখন প্রতিটি মানুষ অকপটে স্বীকার করে শিক্ষার কোনো বিকল্প নাই।
বিশ্বের ভিন্ন ভিন্ন দেশে শিক্ষার ধরন এবং শিক্ষার মান আলাদা ধরনের।
যে দেশের শিক্ষাব্যবস্থা যতটা সুন্দর এবং উন্নত, সে দেশের জীবন ব্যবস্থা ততোটাই সুন্দর এবং বিজ্ঞানসম্মত।
শিক্ষার সহিত সভ্যতা, ভদ্রতা, মানবতা পারস্পরিক সম্পৃক্ত।
দুঃখজনক হলেও সত্য, এই চলমান আধুনিক যুগে, মানুষ শিক্ষিত হয়েও মানবিক, সৎ এবং সভ্য হতে পারছেনা।
প্রশ্ন স্বাভাবিক ভাবেই আসবে কেনো মানুষ মানবিক হচ্ছেনা, কেনো বিশ্বজুড়ে অশান্তি?
কেনো যুদ্ধ বিগ্রহ মারামারি গন্ডগোল চাঁদাবাজি লুটতরাজ চলছে? ধর্ম নিয়ে কেনো হিংসা বিদ্বেষ?
একাডেমিক অথবা নন একাডেমিক জ্ঞানী গুণী মনিষী এবং যুগে যুগে যতজন দার্শনিক এসেছেন, যেমন
আব্রাহাম লিংকন, কালমার্কস, লেলিন, মাওসেতুং, এরিস্টটল, প্লেটো, সক্রেটিস,বিজ্ঞানী কুদরত এ খুদা, রবীন্দ্রনাথ ঠাকুর,
কাজী নজরুল ইসলাম, শেরে বাংলা এ কে এম ফজলুল হক, নেতাজী সুভাসচন্দ্র বসু,মহাত্মা গান্ধী, প্রমূখ সবসময় শান্তির কথা বলেছেন।
দার্শনিকগণ এবং ধর্মযাজকগণ বিভিন্ন গ্রন্থে স্পষ্টভাবে লিখেছেন, জ্ঞানার্জন করো, শিক্ষালাভ করো, মানবতার বিশ্ব গড়ে তোলো।
শিক্ষা অর্জন করতে গিয়ে এবং জ্ঞানার্জন করতে, আমরা তাঁদের লেখা পড়ছি, এবং বিদ্যান হচ্ছি।
কিন্তু বাস্তব প্রতিফলন কি ঘটছে? একজন শিক্ষিত মেধাবী সন্মানিত চেয়ারে বসে কিভাবে ঘুষ গ্রহণ করে?
উচ্চ চেয়ারে বসে একজন শিক্ষিত মানুষ কেনো চুরি করছে?
তাহলে কি শিক্ষায় কোথাও ঘাটতি আছে? নাকি লোভ লালসার কাছে নৈতিকতা হেরে যাচ্ছে?
নীতি নৈতিকতা এবং আদর্শবান হওয়াটা কি শিক্ষার প্রথম শর্ত নয়? অবশ্যই প্রথম শর্ত।
মানুষ হয়ে মানুষকে হত্যা করতে হবে, দুর্বলের উপর আঘাত হানতে হবে, এটা কি কোনো শিক্ষা হতে পারে?
বিশ্ব বা আমাদের পৃথিবীর মানুষদের, অন্য কোনো গ্রহের মানুষ অথবা প্রাণী আক্রমণ করতে পারে, এমনটি ঘটেনি।
এমনটা ঘটতে পারে বলেও বিজ্ঞান প্রমাণও করতে পারেনি।
এই বিশ্বের সকল মানুষই ধর্ম জাতি দলমত নির্বিশেষে আমরা মনুষ্য জাতি। মানুষের কল্যাণে মানুষ, এটা কি শিক্ষা নয়?
সাদা হয়ে কালোকে, হিন্দু হয়ে মুসলিমকে, খৃষ্টান হয়ে বৌদ্ধদের যদি প্রতিপক্ষ ভাবি এবং হিংসা করি, তাহলে কেমন শিক্ষা অর্জন করলাম আমরা?
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / কে বড়ো
See more and read more article
No Comments