ভুত ঢুকেছে দেশে কুদরত রাহমান ভুত ঢুকেছে ভুত ঢুকেছে, ভুত ঢুকেছে দেশে শহর গ্রাম আর পাড়ায় ভুত যে নানান বেশে, ফ্যাসিবাদের ভুত ঢুকেছে ভয়ানক তার রূপ সব জাগাতে মাড়িয়ে চলে ভুতের ভয়ে সব চুপ। হেতেরা মানুষ মারে রক্ত খায় পশুর মতো দাঁত রঙ্গ করে ভন্ড বেজায়, ওরা স্বার্থপর এক জাত। মুখে বলে মধুর কথা বুলি আওড়ায় সে ফাঁকা নিজে খাবে…