কুদরত রাহমান এর কবিতা /কাউকে ঠকাতে নেই

কবিতা ( Poetry) By Oct 13, 2024 12 Comments

কাউকে ঠকাতে নেই

কুদরত রাহমান

আমি জানি, আর খুব ভালো করেই জানি

মানুষ হয়ে মানুষকে ধোঁকা দিতে নেই ঠকাতে নেই,

তুমি আমি মানি আর নাইবা মানি

কাউকে ঠকিয়ে কেউ কোনদিন জিৎতে পারে লয়।

যাকে ভালোবাসি জেনে বুঝে চিনে অন্তরের গহীন থেকে

কখনো কোথাও সে যদি কষ্ট পায় তাহা আমার দেয়া নয়,

পরিস্থিতি এবং সময় কষ্টের কারণ যেথায় আমরা নিরুপায়

বাস্তব দর্শনভিত্তিক জ্ঞান দিয়ে পরিমাপ করে নিতে হয়।

ভালোবাসার একটা বাস্তবতা আছে সবার ভালবাসা এক নয়

স্থান কাল পাত্র অর্থনৈতিক সামর্থ্য ভালবাসার অংশ,

কারও ভালবাসার সঙ্গে অন্যের ভালবাসা মিলবে না

তাই ভালবাসার পরিমাপ শুধুই দুজন দুজনার।

দুঃখ কষ্ট যন্ত্রণা ভালোবাসাকে পরীক্ষা করতে আসে

কেউ জিতে যায় কেউ আবেগে হেরে কান্নায় ভাসে।

ভালোবাসা মানে শুরু থেকে শেষ বিদায়ের ক্ষণ অবধি

একে অপরকে সুখে দুঃখে আপদে বিপদে আপন একান্ত,

সহজ অথবা দুর্গম পথ পাড়ি দিতে ক্লান্তিহীন পথচলা

যেথায় ভুলতে পারেনা কেউ কাউকে হয়না কেউ একলা।

যেখানে থাকো যেমন থাকো তোমার হৃদয়ের মাঝে

যে একজন সবসময় কাঁদায় হাসায় স্বপ্ন দেখায়,

সে আর কেউ নয় তোমার শ্রেষ্ঠ ভালোবাসার মানুষ

যাকে কখনও ঠকাতে পারোনি ভুলতে পারোনি চেষ্টায়।

এরই নাম ভালোবাসা এরই নাম প্রেম

শতবাধা উপেক্ষা করে যে প্রেম হয় অমর,

দুঃখ কষ্ট সবই তুচ্ছ শুধু দুজন দুজনার তরে

হেতা কেউ পারেনা কাউকে ঠকাতে প্রেমের কারণে।।

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / ভালোবাসার সমাধি

12 Comments

  1. Jannatul Ferdaous says:

    অসাধারণ

  2. Vrnjinip says:

    10crick online games for money दमन खेल ऑनलाइन

  3. SubSwarK says:

    betting game कैसीनो असली पैसे ऑनलाइन कैसीनो गेम

  4. LasSwarK says:

    स्लॉट गेम ऑनलाइन tez888 असली पैसे देने वाले गेम

  5. Bfbjinip says:

    कैसीनो गेम ऑनलाइन असली पैसे भारत में सबसे अच्छा ऑनलाइन कैसीनो एविएटर गेम

  6. SubSwarK says:

    दमन क्लब खेल स्लॉट जुआ भारत

  7. LasSwarK says:

    बेट 007 casio login भारत में सबसे अच्छा ऑनलाइन कैसीनो

  8. Bfbjinip says:

    live casino online casinos aviator money game

  9. Vrnjinip says:

    सर्वश्रेष्ठ कैसीनो साइटें ऑनलाइन कैसीनो खेल casino site

  10. Bfbjinip says:

    casino live casino days कैसीनो ऑनलाइन असली पैसे

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *