আকাঙ্খা কুদরত রাহমান বুকের মাঝে কিছু আকাঙ্খা জেগে ওঠে, সাবলীল ভাষায় সে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বুকটা ছটফট করে, কে বা কাহারা যেনো, সেই আকাঙ্খা বন্দী করে রেখেছে, যাহাতে প্রকাশ না পায়, এটা একরকম নীরব যন্ত্রণা, বিশাল নিল আকাশের সবটুকু নীল আর উদারতা দেখেছো তোমরা, কিন্তু উদার হতে পারেনি ওরা, আকাশ বাতাস নদী সাগর পাহাড় পাখি বৃক্ষ তরুলতা নিবেদিত মানুষের কল্যাণে…