নারাজি নামা – কুদরত রাহমান কলিম চাচার বয়স হইছে,চুলে পাক ধরছেশুন্য হাতের সংসার, স্বপ্ন ছিলো, স্বপ্ন আছেগাধার মতো খাইটা পিইটা চলতে আছিলোগৃহযুদ্ধে বাবা মা তার দুই দেশে দু’ জন। শান্তি খুজতে গিয়া নিজেকে পুড়াইছেনতুনগো জন্যে কিছু একটা করার অভিপ্রায়প্রায় পঞ্চাশটি বছর পার কইরা, নদীর তটেস্বাভাবিক মৃত্যুর অপেক্ষায়, দিন গণনা…. হয়, নতুনগের জন্যে যা গড়তে পারছেতয়, খুব একটা কমকিছু কইলে ভুল…