হতাশা থেকে সফলতার গল্প
কুদরত রাহমান
ছেলেটির নাম সুমন, বাংলাদেশের পাড়া গ্রামে তার বাড়ি। বাবা একজন প্রান্তিক কৃষক।
চার ভাইবোনের লেখাপড়া ও সংসারের অন্যান্য খরচ যোগাতে ঋণের বোঝা বইতে হয় বাবা নঈম সেখের।
সুমন মেধাবী ছাত্র। পঞ্চম ও অষ্টম শ্রেণী থেকে বৃত্তি পেয়েছে।
বিজ্ঞান বিভাগে এস,এস,সি ও এইচ, এস,সি পরীক্ষায় এ প্লাস পেয়েছে।
প্রাইভেট পড়িয়ে এবং বাড়ি থেকে সামান্য টাকা নিয়ে, অনার্স-মাস্টার্স শেষ করেছে।
জীর্ণশীর্ণ চেহারা সুমনের। ভালো পুষ্টিকর খাদ্য জোটেনি তার জীবনে। এবার চলছে চাকুরির চেষ্টা।
দশ বারোটি পরীক্ষা দিয়েছে চাকুরির জন্যে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মৌখিক পরীক্ষার দরজা থেকে একবুক হতাশা নিয়ে,
চোখের পানি ফেলতে ফেলতে ফিরতে হয়েছে গ্রামের বাড়িতে।
সরকারি চাকুরির বয়স তার শেষের দিকে। স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, মেধা তালিকায় রয়েছে।
অনার্স-মাস্টার্স পাশ একজন ভালো ছাত্র, ইন্টারমিডিয়েট লেবেল এর চাকুরী করবে।
মানুষিক প্রস্তুতি পুরোপুরি ঠিকঠাক। এবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ।
সুমনের খুব আশা ছিলো, স্বপ্ন ছিলো, এই চাকুরীটা হবে। আর তাদের কষ্ট থাকবেনা।
ভাই বোনের লেখাপড়ার খরচ, বাবা-মা’র কিছুটা দায়িত্ব নিতে পারবে। পরিবারে একটা সুখের আলোচনা চলছে।
ভাইবোন দের মনে একটা আনন্দের ছোঁয়া। তাদের ভাইয়ার সরকারি চাকুরী হবে।
অনেক কষ্টের মাঝে একটু আশার আলো, এটাযে কতটা আনন্দ মিশ্রিত হতে পারে, তাহা ভাষায় ব্যক্ত করার ভাষা অজানা।
সকাল ন’টায় মৌখিক পরীক্ষা, মা বাবা ভাইবোন সকলের দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্র শহরে যথাসময়ে পৌঁছে গেছে সুমন।
বুকের মাঝে বাজছে তার আশার বীণার সুর,পাশাপাশি হতাশার ধিড়িক ধিড়িক তবলার ঠুকঠাকঃ চলছে।
ন’টার পরীক্ষায় বেলা তিনটায় ডাক পড়লো সুমনের। বোর্ড থেকে ছুঁড়ে দেয়া প্রশ্ন গুলোর সব সঠিক উত্তর দিয়েছে।
দুদিন পর ফলাফল টানানো হলো, সিভিল সার্জন অফিস বোর্ডে। সুমনের রোল নম্বর নেই।
বারবার দেখলো, কিছুপথ হেঁটে আবার ফিরে যায়, নোটিশ বোর্ড দেখতে। না, নেই, সুমনের দুচোখ ছলছল করছে।
ক্লান্ত দেহ মানুষিক অবসাদ নিয়ে বাড়ির পথে ফিরছে সুমন।
বাস টেম্পু থেকে নেমে বিষন্ন মনে হাঁটতে হাঁটতে, বাড়ির পাশের ছোট্ট নদী, চন্দনার ব্রিজ পার হতে, থমকে দাঁড়ায়।
সুমনের হাতে ছিলো কোর্ট ফাইল, তারমধ্য সকল অরিজিনাল সার্টিফিকেট।
সিদ্ধান্ত নিলো সুমন, এগুলো সব ছিঁড়ে ফেলবে। নদীর জলে সকল সনদ জলাঞ্জলী দেবে।
সার্টিফিকেট বের করে কাঁদছে সুমন, কত কষ্টে অর্জিত, এই সার্টিফিকেট।
সার্টিফিকেট ছিঁড়তে প্রস্তুতি নিতেই, একটা হাত সুমনের পীঠ স্পর্শ করলো।
সুমন আঁতকে উঠল,… কে?
আমি তোমার স্যার। শফিক প্রফেসর জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার?
সুমন আবেগে আপ্লুত হয়ে সব খুলে বললো। শফিক প্রফেসর তাকে বাসায় নিয়ে গেল।
একটা পুরাতন ল্যাপটপ সুমনের হাতে তুলে দিয়ে, ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু টিপস দিয়ে দিলেন।
তিনি বললেন, আমার বিশ্বাস তুমি সফল হবে। কিছু না বুঝলে চলে আসবে আমার বাসায়।
তারপর, ইতিহাস। সুমনের এখন মাসিক আয়, ৫ থেকে ৭ লক্ষ্য টাকা।
সুমনের আন্ডারে এখন ২২ জন ছেলেমেয়ে জব করে।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / এসো তাদের কথা বলি
Read more article
ভালো লাগলো
Thank you
Free shipping for Asian countries at where to buy ivermectin simply because it is inexpensive and produces results you wantSome offers are available on the Internet with a low ivermectin 3mg tablet be taken before or after?
prices. It always has the lowestOrder remedies at how long does stromectol take to eliminate scabies when they are buying it online.
order our best ED meds today! Shop at best online pharmacy to buy accutane with free delivery.
prices are available from pharmacies online that want you to what is sildenafil 20 mg dosage isn’t working, should I quit taking the drug?
Find effective treatments online everyday with stromectol order online pharmacy has the proper license to sell drugs?
One of the most popular ways to stromectol for head lice at discounted prices from online pharmacies to begin treatment
Proven treatment is attainable when you ivermectin 5 mg Read treatments of ED!
Quality is a major concern when you ivermectin 1% cream generic solutions for your health with online ordering.
Wow, wonderful blog structure! How long have you ever been running a blog for? you make running a blog look easy. The overall look of your web site is wonderful, as smartly as the content material!
https://seabreeze.org.ua/steklo-dlya-far-kak-pravilno-podobrat-dlya-raznyh-marok-i-modeley-avto
1XBET promo code 2025: 1XMAX25 – Use bonus code get for VIP bonuses – up to €19502 + 150 free spins on casino and 100% up to €130 on sportsbook! To get your Free Bet, new customers can register with 1xbet for free, and enter the promo code 1x. Take a look at our site banners for the latest 1xBet promo codes and information about the brand’s 100% first deposit bonus where you live. New players can enjoy an exclusive deposit bonus when they sign up at 1xBet. See our site banners for the latest welcome deals at 1xBet for your region.
1xbet promo code egypt