হচ্ছে কি
কুদরত রাহমান
হচ্ছে কি ভাই ঘটছে কি
চারিদিকে হাউকাউ, শয়তান এর নিঃশ্বাস
আজব কান্ড, দেখছি কি
কেউ কেনো কাউকে করিতেছে না বিশ্বাস?
শান্তি নেই স্বস্তি নেই অস্থির সকলে
খানা খাদ্যে কেমিক্যাল বিষাক্ত ফরমালিন
চিন্তা চেতনা স্বার্থপরের ধকলে
আশার আলো অন্ধকারে হয়েছে মলিন।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / যদি কবিতা পড়ো
Read more
No Comments