সক্রেটিস
কুদরত রাহমান
সভ্যতার উজ্জ্বল নক্ষত্র, দর্শনের জনক
যাহারা মেনে নিতে পারেনি এই কিংবদন্তীকে
নিতান্ত মাথা মোটার দল ছিলো তারা,
সক্রেটিস মরেও বেঁচে আছে, যারা মারলো তাকে
ইতিহাসের পাতা থেকে দিনান্তর কালান্তরে বিলীন তারা
মানুষের কল্যাণে, সভ্যতার জন্য যারা নিবেদিত
তারা মরেনা, এমনকি তাদের কর্ম কথা সংলাপ
চিরকাল রয়ে যায়, নদীর ধারার মতো বয়ে চলে,
স্বার্থপর লোভী ক্ষমতার দাপটধারীরা ক্ষনেক চলে,
ঘৃণা থুৎকার ছুড়ে মারে মানুষ তাদের, মীরজাফর
তার দৃষ্টান্ত, ইতিহাস ক্ষমা করেনি তাকে
নমরুদকেও না, মানুষ তুমি সক্রেটিস প্লেটো নাইবা হলে
ওদের পদাঙ্ক অনুসরণ করা দোষের কি?
প্রজন্ম থেকে প্রজন্ম, সেতো তুমি, তোমার উত্তরসূরী
ভালো কাজের জন্য তিরস্কার পাও, হেমলক খাও
ক্ষতি নেই, কি রেখে গেলে সেটাই থেকে যাবে
মানবের কল্যাণে নিবেদিত মানুষ মরেনা কখনো।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / যদি কবিতা পড়ো
See more read more article
No Comments