ভালোবাসার সমাধি
কুদরত রাহমান
গনিকালয়ের চুমকি ঠুমকি ঠুমকি নাচে
কিতাবাদী কইলো আঁই তোরে ভালোবাসি
নিকুচি করেছি তোর ভালোবাসার, চুমকি ঠোঁট ভ্যাংচায়,
ট্যাকা আছে, ভালোবাসা আছে, সোনাচান্দি আছেতো
ভালোবাসা আছে, বাজার সদায় আছে, ভালোবাসা আছে
আসলে কি জানোস, আমগো ভালোবাসা সেইকবে, কাজল দীঘির পাড়ে মোল্যা বাড়ির পোলার হাতে সমাধি হইছে……. এহন আর ভালোবাসা চিনিনা বুঝিনা, থুৎকার দেই ঘৃণা করি, সব কথা কইবি, ভালোবাসার কথা কইবি না……..
কিতাবাদী ভাবে, পুরুষের চোখে লোনাজল, বাসন্তীরে সে কত্ত ভালোবাসতো, কই বাসন্তী তার মূল্যতো দিলো না, শুধু কি পুরুষগো দোষ, হরে পিষিমা ট্যাকা বড় ফ্যাক্টর……….. অভাবের তাড়নায়, বাসন্তী ভাইগা গেছে, কোথায় গেছে, কেমন আছে, খুব জানতে ইচ্ছে করে। নাকের নোলকটা রাইখা গেছে..
রাগে অভিমানে ওরা চইলা যায়, প্রতারণায় ওরা ভাইগা যায় প্রতারক চরিত্রহীন আবার ভালোবাসা, না পাইলে কিন্না লয় আর কিতাবাদীর ভালোবাসা বুকের মাঝে আছড়ে মরে, কাঁদে চুমকির ভালোবাসা, কিতাবাদীর ভালোবাসা দুজনের দু’প্রান্তে
সমাধি হইছে।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / যদি কবিতা পড়ো
See more read more
No Comments