কালি কলম
কুদরত রাহমান
লিখতে লিখতে কালি ফুরায়, কলম রয়ে যায়
কলমের প্রাণ কালি ছিলো ফুরিয়ে নিষ্প্রাণ হয়,
তুমি যদি একটি কলম হও স্বভাব এবং গুণে
গুণ ফুরালে অচল তুমি শুধু জড়ো রবে প্রানে।
জ্ঞানের ভান্ডার করিও প্রশস্ত যতটা পারো কষ্ট
কলমের কালি ফুরিয়ে গেলেও জ্ঞান হয়না নষ্ট।
জ্ঞানই শক্তি জ্ঞানই বল জ্ঞানের তুলনা জ্ঞান
যত অর্জিবে ফুরাবে না কভু বাড়বে শুধু মান।
কালি ফুরায় কলম বদলায় নতুন কলম জোটে
এক জনমে অগাধ অর্জন মানুষের পক্ষে ঘটে।
কালির রঙ আছে লাল কালো সবুজ আরও কতো
জ্ঞানের কালির রঙ নেই আছে অন্তহীন গভীর যতো।
জ্ঞানী যারা মানি তারা সভ্যতার স্বাক্ষর রাখে
জ্ঞান চর্চায় এগিয়ে যাও যেটুকু সময় হাতে থাকে।
নিজেই তুমি হও কালি ও কলম বিশ্বটা হোক খাতা
রেখে যাও অফুরন্ত জ্ঞানের প্রদীপ জাগুক সভ্য সত্তা।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / এসো তাদের কথা বলি
See more article
Nice