একুশ মানেই আসছে মহাদেব সাহা একুশ মানেই আসছে সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে, একুশ মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে। সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, এই পদ্মা মেঘনার দেশে আবার ৫২ আসছে ৬৯ আসছে ৭১ ফিরে আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে একুশ মানে অতীত নয়,আগামী মৃত্যু…