কুদরত রাহমান এর কবিতা/ আবেদন

কবিতা ( Poetry) By Jan 27, 2024 1 Comment

এমন কেউ কি আছো, যে একজন বিশ্বের সেরা উদার মানুষ? এমন একজন মানুষকে আমার খুব প্রয়োজন, বিশ্ব সংসার তন্নতন্ন করে আমি তোমাকেই খুঁজছি, শুনেছি এই বিশ্বে কতো উদার মহৎ রয়েছে আমার শুধু একজন দয়াবান মানুষকে খুব প্রয়োজন, দেখতে চাই চিনতে চাই তাকে, তার সহযোগিতায় আমার পঙ্গু একটা পা’কে সুস্থতা ফিরে পেতে চাই, কেউ কি আমার পাশে দাঁড়াবে? শুধু ভালো মানুষ হিসেবে একজন ভালো মানুষের পাশে? থাকলে এই কবিতাটি শুধু তার জন্যে, একজন মহৎপ্রাণ বন্ধুর জন্য। কবি আমি সাহায্য চাইনা, করুণা চাইনা শুধ একটু সেবা চাই, যার সাধ্য আমার নাই।

আমি চিরকাল তোমাকে মনে রাখবো, কৃতজ্ঞ থাকবো, কেননা তোমার সানুগ্রহ পেয়ে আমি সুস্থতা ফিরে পেয়েছি, কিছুই দিতে পারবো না, আজীবন ভালোবাসা দিতে পারবো, আমার কবিতার ছন্দে তোমার জন্য ঈশ্বরের কাছে কায়মনে প্রার্থনা করবো, তুমি সত্যিই মহান, আরও মহান হও, অসহায় মানুষের পাশে থেকে, সারাবিশ্বে নন্দিত হও, আছো কেউ তোমার অপেক্ষায়, কবিতার কথায়, আমার অপেক্ষা অনন্তকাল।

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা /কষ্টের ছাপ

See more and read article

http://qudratwork.com

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *