কুদরত রাহমান এর কবিতা / এতো ভালো ভালোনা

কবিতা ( Poetry) By Jan 20, 2024 4 Comments

এতো ভালো ভালো না


কুদরত রাহমান

পথিক বাবুর আপন একজন দাদী ছিলো
রোমান্টিক ভাবতার চুলগুলো সাদা ছিলো,

শরীর তার চলেনা মন তার বুড়োনা
এপাড়া ওপাড়ায় চলা তার থামেনা,

আলাপাতার নেশা তার একটু ছাড়েনা
পান খেতে গান গেতে মন তার ভরেনা,

নতুন কোন বউ এলে হবেই তার দেখতে
এদোষ সেদোষ হবেই বের করতে,

সিদামের বউ দেখে ফুটফাট বলে দিলো
চুলগুলো ভালোরে দাঁত দুটো উঁচু ছিলো,

শাকিলের বউটার পা দুটো গোলাকার
শ্যামটা সুন্দর বউ তার মোটা ভার,

শিবলুর বউ দেখে হাত উঠায় মাথাতে
সবকিছু ভালো ছিলো বেমানান নাকেতে,

জোয়ান কালে বুড়ি নাকি ছিলো খুব সুন্দরী
এই বড়াই করে সে খুলে গল্পের ফুলঝুরি,

নাতছেলে ভাবদেখে বিয়ে করবে ভাবলো
খুজেখুজে অবশেষে সুন্দরী বউ আনলো,

আজ বুড়ি কি করে সবাই তাই দেখবে
নিখুঁত এই বউটার দেখি কি দোষ ধরবে,

উঠান ভরা লোকজন বউ দেখার পর্ব
এপাড়ার সেরা বউ করছে সবাই গর্ব,

দাদী বুড়ি ঘুরেফিরে হাসে সে খিলখিল
পান তামাক ছড়াছড়ি আনন্দ অনাবিল,

চুল দেখে দাঁত দেখে কপালটা সুন্দর
কোথাও বউয়ের খুঁত নেই বুড়ি যায় অন্দর,

হঠাৎ বুড়ি ছুটে এসে চিৎকার করে কয়
শোনো সবে গাঁয়ের বউ এতো ভালো, ভালো নয়।।

দোষ ধরা পেশা যার দোষ সে ধরবেই
ভালোকে খোটা দিয়ে বেশি ভালো বলবেই।।

১০/০১/২০২২ ইং।।

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা /কষ্টের ছাপ

See more and read more article

http://qudratwork.com

4 Comments

  1. Jannatul Ferdaous says:

    অপূর্ব

    1. Md Qudrat E Rahman Miah says:

      Thank you

  2. Mst Shampa says:

    Very nice

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *