কি চাও
কুদরত রাহমান
কি চাও তুমি, আর কতো টাকা চাও
আর কতোখানা গাড়ি চাও বাড়ি চাও
তোমার আর কতোটা চাহিদা আছে
কেনো এতোটা চাওয়া তোমার?
একাই কি গ্রাস করতে চাও বিশ্বটাকে
হিটলারের প্রেতাত্মা কি তোমার অন্তরে
কি লাভ বলো, তোমার জন্যে কতো বুভুক্ষু
মানুষের আর্তনাদ বাতাস কাঁপিয়ে দিচ্ছে
তুমি ধনী হও, তুমি নেতা হয়
নিষেধ করবে না কেউ, শুধু ওদের
সাথে নিয়ে চলো, কর্ম দাও, শিক্ষার
সুযোগ দাও, অনাহারীর আহার দাও
একটা সুখের বিশ্ব গড়তে হাত বাড়াও
ঘৃণার পাত্র না হয়ে সন্মান নাও
মানুষের ভালোবাসার মুকুট হও
কি চাও তুমি, শুধু একাই লাটসাহেব
নাকি, সকলের তরে সভ্যতা গড়ে
সেরাদের সেরা হয়ে বাঁচতে চাও?
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / কেউ কারো নয়
See more and read more
Very nice
Thank you