তুমি মানুষ
সুলতান আহমেদ টিপু
তোমার মাঝে কোরান বাইবেল
তোমার মাঝেই গীতা,
তোমার মাঝেই ঘোসেটি বেগম
তোমার মাঝেই সীতা।
তোমার মাঝেই কবি নজরুল
তোমাতেই আছে রবী ,
তোমার মাঝেই জসিমউদ্দিন
তুমি বাংলার প্রতিচ্ছবি।
তোমার মাঝেই মুক্তিযুদ্ধ
তুমিইতো রাজাকার ,
তোমাতেই আছে ভালোবাসা
আবার তুমি করো ছাড়খার।
তোমার মাঝেই জাতির জনক
তুমি ঘাতক ডালিম বটে ,
তুমি মানচিত্র, তুমি পতাকা
তুমি বাংলাদেশ চিত্রপটে।
তোমার মাঝেই দেব দেবতা
তোমার মাঝেই নবী ,
তোমাতেই আছে সত্য মিথ্যা
তুমি মানুষ আজগবি।
তোমার মাঝেই শিব শংকর
তোমার মাঝেই পীর ,
তোমার মাঝেই রাষ্ট্র নায়ক
তুমি ভবিশ্যত আগামীর।
তুমি ফেরাউন তুমি নমরুদ
তুমি দাতা হাতেমতাই ,
তুমি লালন তুমিই হাছন
তুমিই সিরাজ সাঁই।
তোমার মাঝেই কেষ্ট ঠাকুর
তোমার মাঝেই রাধা ,
তুমি লাইলি, তুমিই মজনু
তুমি প্রেম রশিতে বাঁধা।
তোমার মাঝেই বসন্ত আর
তোমার মাঝেই শীত ,
তোমার মাঝেই বে-সুরে সুর
তোমাতেই সংগীত।
তুমি রাজা ধিরাজ,ঘরছাড়া বাউল
তুমি ভালোবাসা, তুমি হিংসুটে ,
তোমাতেই রয়েছে সৃষ্টিকর্তা
তবু কেন মরো মাথা কুটে ?
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / সমাজের বলী
See more and read more
No Comments