স্বার্থপর দেখলাম, বেঈমান দেখলাম, অকৃতজ্ঞ দেখলাম, ভালো মানুষও কম দেখিনি। অন্ধ বোবা শ্রবণ প্রতিবন্ধী সেজেও দেখেছি, স্বার্থপর মানুষেরাই বেশী মিথ্যুক। – কুদরত রাহমান।
খুব কাছ থেকে অসংখ্য মানুষকে চিনলাম, এবার চলে যাবো দূরে বহুদূরে। বহুদূরে গিয়ে দেখবো, আমার অবর্তমানে বিশ্বটাকে আরও কতোটা সুন্দর দেখায়। যার আর দেবার কিছু থাকেনা, দূরে সরে যাওয়াটাই তার জন্যে উত্তম পন্থ্যা। সুখে না থাকতে পারো, করুণা বিদ্রুপ উপহাস অবহেলা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। কুদরত রাহমান
খুব কাছের বা নিকটের মানুষদের করুণা বা অবহেলা অথবা বিদ্রুপ সবচেয়ে বেশী কষ্টের, মৃত্যুর যন্ত্রণা কেমন জানিনা, তবে নিকট মানুষের দেয়া যন্ত্রণা মৃত্যুর চেয়ে কম কিছু নয়। – কুদরত রাহমান
অক্লান্ত পরিশ্রম করেছিলাম, নিঃস্বার্থ ভাবে কর্তব্য পালন করে যাচ্ছিলাম, বিনিময়ে যা পেলাম, বইয়ের পাতায় তাহা লেখা যায় না, হৃদয়ের প্রতিটি পৃষ্ঠায় রক্ত দিয়ে লিখে ফেলেছি, স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিটা হরফ প্রতিটি মুহূর্তে তাহা পড়িয়া চলিয়াছে, তিনিই এই সকল অবিচারের অতি সূক্ষ্মতম বিচার করবেনই। – কুদরত রাহমান
কিছু প্রশ্ন ছিলো, কি অপরাধ ছিলো আমার? কতটুকু ক্ষতি করেছিলাম তোদের? ক্ষতির কোনো উদাহরণ বা প্রমাণ দিতে পারবে? তোদের জন্যে যাহা করেছিলাম, তাহা কি চরম দুঃসময়ে তোদের জন্যে কি যথেষ্ট ছিলোনা? তাহলে কেনো আমি নিগৃহীত? কেনো আমি অবহেলিত? কেনো আমি আমার অধিকার থেকে বঞ্চিত? – কুদরত রাহমান
স্বার্থপর পারেনা এমন কাজ আর কি হতে পারে, একজন স্বার্থপর স্বার্থের কারণে,আপন মায়ের পেটের ভাইকে তার সকল অধিকার থেকে বঞ্চিত করতে পারে। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে, জনসমুক্ষে ভাইকে ভাই বলে অস্বীকার করতে পারে। – কুদরত রাহমান
যদি মেঘ ছেয়ে যায়, ঘূর্ণিপাকে চারিদিকে অন্ধকার অথবা ধুলোয় ধুলোময় হয়ে যায়, তাহলে আকাশ কি রঙ বদলায়? আসলে আকাশেরতো কোনো রঙই নেই, তবুও আকাশ দেখতে কি দারুণ নীল! কুদরত রাহমান
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / কেউ কারো নয়
See more and read more
অসাধারণ