নকশী রুমাল কুদরত রাহমান সোনামুখো সুঁই, দাদু তুই এনে দিস এক মুতোলাল নীল সব্জে রংয়ের রুমাল সেলাইয়ের সুতো,দাদু হাসে সোহাগ মাখা স্বরে কয়, কার তরেসোহাগী বলে কার তরে আবার, তোমার তরে,ও আচ্ছা আচ্ছা তাহলে কি আর করা ..পড়ন্ত বিকেলে, আলু মাছ পটলে ভরাধামাটা ধপাস্ করে পিড়েনে রেখে, দীর্ঘশ্বাস ফেলেমশকরা করে, হায় হায়, সুতার কথা গেছি ভুলে,দাদু আর দাদী চোখে চোখ…