অকৃতজ্ঞ কুদরত রাহমান আকাশপানে চাও, যত খুশি তাকাওসুবিশাল শূন্যতার কত নিখুঁত রং দেখতে পাওআকাশ সবার জন্য, সে রূপ গুণ বিলিয়ে ধন্যসূর্যকে দেখো আলোর খনি রঙের ডিব্বা বটে,ওরা কতো উদার বাধাহীন পথ চলারওরা কতো নিষ্পাপ কলংক আড়াল করা উত্তাপমানুষ কূলের তরে ওরা কতই না উদার দাতাতবুও মানুষ অকৃতজ্ঞ, কতই না অজ্ঞ।ওরা কিছুই চায়না শুধু দেয় আর দেয়ওরা নির্ভেজাল নিয়মের বেড়াজাল ডিঙ্গায়শেখেনা…