কেউ কারো নয়
কুদরত রাহমান
জনমুখ থেকে মাঝে মাঝেই শুনিতাম
এই দুনিয়ায়, কেউ কারো নয়,
নিছক মিথ্যা বলে মনে হতো
মানুষ মানুষের জন্যে ঠিক এটাই বোধহয়।
জীবন যুদ্ধে চলার পথে
দুটি কথায় সত্য, শুধু কাল আর অর্থ ভেদে,
সামর্থ, অর্থ বিত্ত বৈভব যতক্ষণ
মানুষ মানুষের জন্যে ততক্ষণ।
যখন তুমি যতটা দিতে পারবে
সমাজ সংসার তোমাকে ততটাই দেবে,
অক্ষমতা অপারগ ছুঁয়ে যাবে
তোমার গ্রহণযোগ্যতা হারাতে থাকবে।
তখন দেখবে, বাস্তবতা কতটা কঠিন
বারবার মনে হবে পৃথিবী নিঠুর
চোখের কোণে কালোছায়া পড়বে
আপনেরাও দূরে সরতে চাইবে।
মানবতার জন্যে যে তুমি ছিলে উদার
সেই তুমিই মানবতার ভিক্ষুক হবার
যদি তোমার অর্থের আর স্বার্থের প্রাসাদ
না হয়ে থাকে শক্ত ঘাঁটিতে রূপান্তর।
সকল ভালোবাসা ম্লান হবে
কেউ কারো নয় প্রমাণ করে দেবে,
তবুও মানুষ চির দিনই মানুষের জন্যে
ভালোবাসা ছিলো অমরত্বে হবে গণ্য।
ভালোবাসা দাও, মানুষের পাশে থাকো
কিন্তু নিজের জন্যেও ভালোবাসা রেখো,
সেটুকু সম্পদ সঞ্চয় রেখে দিও তবে
যেটুকু তোমার শেষান্তে জরুরী হয়ে রবে।।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / মায়ের আকুতি
See more and read more
স্বপ্ন ছিলো
কুদরত রাহমান
স্বপ্ন ছিলো
একদিন মানুষের মতো মানুষ হইবো
মানুষ হয়ে
মানবের কল্যাণে নিবেদিত রইবো।
মহৎ ব্রত
বক্ষে ধারণ করে অবিরাম ছুটেছি
পচন ধরা
সমাজের ঘৃণ্য কীটের দংশনে জ্বলেছি।
সেই কবে
কেউ একজন বলেছিল সাম্যতা আসবে
অপেক্ষা করো
নির্যাতিত জাগবে শ্রমজীবী হাল ধরবে।
বাস্তব রূপ
সমাজের স্বরুপ বদলাবে কালের থাবায়
চলতে থাকা
সততার জয় হবে কর্মযজ্ঞ সেই আশায়।
স্বপ্ন ছিলো
স্বপ্ন আছে স্বপ্ন থাকবে দুর্বলের কপাটে
চূর্ণ হবে
অহমিকার বেড়াজাল সেদিন খুব নিকটে।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / ভুল পথে চলিনা
সামনে চলার সংকল্প
কুদরত রাহমান
খুব একটা ভাবিনা
সামনে চলার বদ অভ্যাসটা বদলে নিতেও পারিনা,
তেমন কিছু দেখিনা
মনু যেমন খুশি তেমন চলুক মাথায় চাপটা নিইনা।
কথা বেশি বলিনা
কোন কথাতে কে যে বিরাগ সেইটা ভেবেও মরিনা,
অনেক কিছু শুনিনা
পাগল ছাড়া কাউকে এখন নিরপেক্ষ আর ভাবিনা।
বাঁকা পথে চলিনা
পথের মাঝে হোচট খাবার সেই ভয়ের ধার ধারিনা,
সামনে বেশী হাসিনা
আড়াল থেকে হাসি আমি কোনো বাঁধন মানিনা।
হাঁটতে কভু ভুলিনা
দূরের পথে যাবার তরে পথের কাঁটা মাড়াইনা,
ঘুমিয়ে স্বপ্ন দেখিনা
বাঁচার তরে সামনে চলার স্বপ্ন ছাড়া চলিনা।
রোদ বৃষ্টি বুঝিনা
যখন যেটা সামনে আসে সখ্যতা গড়তে ভুলিনা,
আপন পর চিনিনা
যাহার দ্বারা হয় উপকার তাহারে বিহনে চলিনা।
কবিতা আর লিখিনা
জীবন যুদ্ধে মনের কথার স্বাক্ষর করি বর্ণনা,
কবিতা রীতিনীতি জানিনা
কথার আলপনা বুনি কবি হবার নেই বাসনা।
আলোকদিয়া। ৩০ ডিসেম্বর। ২০২৩ ইং।।
No Comments