মায়ের আকুতি
কুদরত রাহমান
এখানে থেকেও আকাশ দেখি
খোলা আকাশ নির্মল আকাশ
এক আকাশের নিচেই আছি
আমি ও আমার খোকা মনিরা,
শুধু ইচ্ছে করলেই দেখিনা
মনের চোখ দিয়ে অস্পষ্ট দেখি
মনে পড়ে কতনা সোহাগের স্মৃতি
খোকা মানিক সোনা কত গল্প,
সেই ছোট্ট খোকা বড় হয়েছে
অনেক বড় হয়েছে তাইতো
আর কোলে বুকে নিতে পারিনা
আদর করতে কাছেও পাইনা,
না খেয়েতো কতদিন থেকেছি
খোকা খায়নি বলে অপেক্ষায়
আজ ওগুলো সয়ে গেছে
খোকারা ভালো খেলেই যথেষ্ট,
তবুও পোড়া চোখ অবুঝ মন
কেনো শুধু খোকাদেরই খুঁজে
মায়ার বাঁধন নাড়িরটান বুঝি
কষ্টের অশ্রু টলটল করে ঝরে,
স্বপ্ন সাধ আহলাদ আর নেই
চোখের সামনে ওরা আসুক
একবার ” মা” বলে ডাকুক
সেই আশায় পথ চেয়ে রই,
তোরা যেথায় থাকিস ভালো থাকিস
হৃদয়ের মাঝে সেই দোয়া বাজে
সোনার মানিকদের প্রসব যন্ত্রণা
সইতে পেরেছি, না দেখার জ্বালা,
মা” ডাক ডাক শোনার আকুতি
কেনো সকল যন্ত্রনাকে ছাড়িয়ে যায়
জানিনারে কিছুই বুঝিনা আজ
নাড়িরটান মায়ারবাঁধনে আমি যে “মা “।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / ভালো থাকা
See more and read more
No Comments