ভুল পথে চলিনা
কুদরত রাহমান
এখন আর রাগ টাগ করিনা জিদ টিদের ধার ধুর ধারিনা বেশি কিছু ভাবনায় আনিনা ৷ দুঃখ পেলেও অশ্রুত কাঁদিনা।
কি লাভ বলো রাগ করে বুঝিনা রাগ মানে ক্ষতি ছাড়া কিছুনা জিদ করে ফল খুব আসেনা জয়ী হতে চাই শুধু সাধনা।
বেশী ভাবলে সঠিকটা আসেনা সুচিন্তন সমস্যা বৃদ্ধিটা করেনা দুঃখ গুলো কাঁদলেতো সরেনা ধৈর্যটা ধরলে বেশী ক্ষতি হয়না।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / ভাবনার শূন্যতা
See more and read more
ভালোবাসি লিখতে, হোক সে কবিতা, অথবা গল্প, হতে পারে প্রবন্ধ, কোনো আর্টকেল, অথবা বাস্তব জীবনের কাহিনী।
1 Comment